News71.com
 International
 03 Mar 25, 11:13 PM
 43           
 0
 03 Mar 25, 11:13 PM

বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট॥

বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলতি বছরের শুরুতে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সোমবার সৌদি আরব যাচ্ছেন। প্রেসিডেন্টের দপ্তর এক্স-পোস্টে বলেছে, আউন রিয়াদের উদ্দেশে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন।জোসেফ আউন বলেন, লেবাননের সঙ্গে 'ঐতিহাসিক সংযোগ' এবং আঞ্চলিক ও বৈশ্বিক খেলোয়াড় হিসেবে সৌদি আরবের ভূমিকার কারণে তিনি দেশটিকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। শুক্রবার সৌদি সংবাদপত্র আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি প্রত্যাশা করি, সৌদি আরব উভয় দেশের স্বার্থে সম্পর্ক পুনঃস্থাপন এবং সাম্প্রতিক বাধাগুলো কাটিয়ে উঠতে আমাদের সহায়তা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন