আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলতি বছরের শুরুতে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সোমবার সৌদি আরব যাচ্ছেন। প্রেসিডেন্টের দপ্তর এক্স-পোস্টে বলেছে, আউন রিয়াদের উদ্দেশে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন।জোসেফ আউন বলেন, লেবাননের সঙ্গে 'ঐতিহাসিক সংযোগ' এবং আঞ্চলিক ও বৈশ্বিক খেলোয়াড় হিসেবে সৌদি আরবের ভূমিকার কারণে তিনি দেশটিকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। শুক্রবার সৌদি সংবাদপত্র আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি প্রত্যাশা করি, সৌদি আরব উভয় দেশের স্বার্থে সম্পর্ক পুনঃস্থাপন এবং সাম্প্রতিক বাধাগুলো কাটিয়ে উঠতে আমাদের সহায়তা করবে।