News71.com
 International
 04 Mar 25, 01:14 PM
 50           
 0
 04 Mar 25, 01:14 PM

যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপে কানাডা॥ মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপে কানাডা॥ মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পণ্যের ওপর আজ মঙ্গলবার থেকে প্রতিশোধমূলক ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকরের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডো বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে।”

বিবৃতিতে ট্রুডো বলেন, “কানাডা সরকার মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এবং বাকি ১২৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে। যদি মার্কিন শুল্ক বন্ধ না হয়, তাহলে আমরা বেশ কয়েকটি অ-শুল্ক ব্যবস্থা গ্রহণের জন্য প্রদেশ এবং অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তা অব্যাহত থাকবে। এদিকে, কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। মঙ্গলবার থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে। সূত্র: রয়টার্স, সিএনবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন