News71.com
 International
 05 Mar 25, 11:22 AM
 49           
 0
 05 Mar 25, 11:22 AM

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জন্য দুঃখপ্রকাশ জেলেনস্কির॥

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জন্য দুঃখপ্রকাশ জেলেনস্কির॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে হওয়া সাম্প্রতিক বাকবিতণ্ডার জন্য দুঃখপ্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিতে চাচ্ছে, সে পথেই ইউক্রেন এগোতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দীর্ঘ পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জেলেনস্কি। তিনি বলেন, 'আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই। আমরা কেউই অনন্তকাল যুদ্ধ চালিয়ে যেতে চাই না। টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন।' এদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার পর এটি ছিল জেলেনস্কির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তবে, তিনি তার পোস্টে এ বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন