News71.com
 International
 07 Mar 25, 11:47 AM
 43           
 0
 07 Mar 25, 11:47 AM

সিরিয়ায় আসাদ অনুগত বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষে নিহত ৪১॥

সিরিয়ায় আসাদ অনুগত বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষে নিহত ৪১॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার এ খবর দিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।খবরে বলা হয়, নিহতদের মধ্যে সরকারি সৈন্যের সংখ্যা ১৩ জন। দেশটির লাতাকিয়া প্রদেশে সংঘর্ষের এই ঘটনায় ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।  দামেস্কের নতুন সরকারের নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি উপকূলীয় এলাকায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাকিদের সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, লাতাকিয়া প্রদেশে রাশিয়া-নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটির কাছে সংঘর্ষে কমপক্ষে ১৩ জন সৈন্য নিহত হয়েছেন। পরে শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ জারি রয়েছে। ২০২৪ এর ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থি সরকারের অনুগত বাহিনীর ওপর এটিই সবচেয়ে বড় সহিংস হামলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন