আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই দ্বন্দ্বে জড়িয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে তাদের মধ্যে কথার লড়াই হয়েছে। খবর এবিসি নিউজ ও রয়টার্সের। এবিসি নিউজ জানিয়েছে, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই অনেকটা পর্যবেক্ষক হিসেবে ছিলেন, তারা মাস্ক ও রুবিওর বিতর্কে যোগ দেননি। মাস্ক ও রুবিওর দ্বন্দ্বের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। সূত্রের বরাতে এবিসি নিউজ জানিয়েছে, মাস্ক রুবিওর প্রতি অভিযোগ জানান যে তিনি তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি। এর জবাবে রুবিও বলেন, এই অভিযোগ সত্যি নয়। তিনি বলেন, এই বিভাগের হাজারের বেশি কর্মী আগাম অবসরে (বেতনসহ) গেছেন। এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ট্রাম্প এবং রুবিওকে বলেন, সে (মাস্ক) ভালো কাজ করছে। এর আগে বৈঠকের আগে ট্রাম্প মন্ত্রিসভায় বলেন যে তারা তাদের সংস্থাগুলোর প্রধান, ইলন মাস্ক নন।