News71.com
 International
 09 Mar 25, 10:18 AM
 26           
 0
 09 Mar 25, 10:18 AM

হাসপাতালে তিন সপ্তাহ চিকিৎসার পরও শ্বাসকষ্টে ভুগছেন পোপ॥

হাসপাতালে তিন সপ্তাহ চিকিৎসার পরও শ্বাসকষ্টে ভুগছেন পোপ॥

আন্তর্জাতিক ডেস্কঃ টানা কয়েক দিন শ্বাসকষ্টে ভোগার পর গত ১৪ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিসকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিন সপ্তাহ চিকিৎসার পরও পোপ দুর্বল এবং শ্বাসকষ্টের যন্ত্রণায় ভুগছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার (৮ মার্চ) ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিস হাসপাতালে আরো একটি নীরব রাত কাটিয়েছেন। ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চ পোপ ফ্রান্সিস জটিল নিউমোনিয়ায় আক্রান্ত। গত ১৪ ফেব্রুয়ারি থেকে রোমের জেমেলি হাসপাতালের একটি বিশেষ পোপ স্যুটে চিকিৎসাধীন পোপ ফ্রান্সিসের আর্জেন্টাইনের সম্পর্কে সকালের সংক্ষিপ্ত আপডেটে বলেছেন, ‘রাত শান্ত ছিল, পোপ বিশ্রাম নিচ্ছেন।’ আর্জেন্টাইন পোপ ভর্তির পর থেকে বেশ কয়েকবার শ্বাসকষ্টে ভুগছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন