News71.com
 International
 12 Mar 25, 11:32 AM
 20           
 0
 12 Mar 25, 11:32 AM

যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, বল এখন রাশিয়ার কোর্টে॥ যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, বল এখন রাশিয়ার কোর্টে॥ যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনা থেকে এই সিদ্ধান্ত বের হয়ে আসে। ইউক্রেনের এই সম্মতি তিন বছর ধরে চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ মোড় বলে বিবেচিত হচ্ছে। এই ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘বল এখন রাশিয়ার কোর্টে।’ বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ইতিবাচক সাড়া পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সামরিক সহায়তার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে এবং তিন বছরের যুদ্ধের অবসান শিগগিরই শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে। ট্রাম্প ইউক্রেনের ওপর প্রবল চাপ প্রয়োগ করে এবং মস্কোর সঙ্গে সংলাপ শুরু করে মিত্রদের বিস্মিত করেছেন। এর ফলে, ইউক্রেনীয় কর্মকর্তারা সৌদি আরবে আলোচনায় অংশ নিয়ে আপসের পথ খোঁজার চেষ্টা করেন এবং জল ও আকাশ পথে হামলা আংশিকভাবে বন্ধ রাখার প্রস্তাব দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন