News71.com
 International
 12 Mar 25, 11:32 AM
 22           
 0
 12 Mar 25, 11:32 AM

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় শর্তসাপেক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন॥

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় শর্তসাপেক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। বিনিময়ে ইউক্রেনকে আবার সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ শুরু করবে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কিয়েভ–ওয়াশিংটন। আল–জাজিরা ও রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাৎক্ষণিকভাবে ৩০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের সম্মতিতে পরে বিরতির সময় আরও বাড়ানো যেতে পারে।বিবৃতির পরপরই মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘৩০ দিনের জন্য পুরোপুরি যুদ্ধ বন্ধ থাকবে। শুধু আকাশপথে হামলার ক্ষেত্রে নয়, কৃষ্ণ সাগরসহ পুরো ফ্রন্টলাইনের জন্যই প্রযোজ্য এই বিরতি।’ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস বলেছেন, ‘আজকের বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা স্পষ্ট করে জানিয়েছেন যে তাঁরা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করেন। এই যুদ্ধ স্থায়ীভাবে কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন