আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনীয় সেনাদের থেকে কুরস্ক অঞ্চলের সুদজা বসতি উদ্ধার করেছে রাশিয়ান সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। এর ফলে ভবিষ্যৎ শান্তিচুক্তি আলোচনায় ভূমি নিয়ে দর-কষাকষিতে ইউক্রেন পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে। রুশ ভূখণ্ড কুরুস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের বের করে দিতে সম্প্রতি রাশিয়া অভিযান জোরালো করেছে। তারই ধারাবাহিকতায় এবার দেশটির সেনারা সুদজার পাশাপাশি মেলোভয় ও পোডল নামে আরও দুটি বসতি উদ্ধার করতে সক্ষম হলো।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা ইন্সিটিউট ফর দা স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিও) জানিয়েছে, সুদজা থেকে পাওয়া ভিডিও দেখে অনুমান করা হচ্ছে, শহরটি রাশিয়ান সেনারা দখলে নিয়েছে। এরপর তারা আরও দক্ষিণে অগ্রসর হচ্ছে। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক প্রদেশের ছোট শহর সুদজা। কিয়েভের নিয়ন্ত্রণে যাওয়ার আগে সেখানে প্রায় ৫ হাজার লোক বসবাস করতো। এলাকাটি রুশ সেনাদের পূর্ণদখলে যাওয়ায় এটিকে রাশিয়ার 'প্রতীকী বিজয়' হিসেবে দেখা হচ্ছে।