আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসেডেন্ট আহমেদ আল-শারার বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি অস্থায়ী সংবিধানের খসড়া প্রস্তাবে সই করেছেন। এর মধ্য দিয়ে দেশটি আগামী পাঁচ বছরের জন্য ইসলামপন্থী শাসনের অধীনে থাকবে। খবর আরব নিউজের । গত ডিসেম্বরে ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহীরা বিদ্যুৎ গতিতে বিদ্রোহ ঘটানোর পর দেশটির অন্তর্বর্তীকালীন নেতারা নতুন শাসন প্রতিষ্ঠার লড়াই করে আসছেন।
শারার সঙ্গে বিদ্রোহে অংশ নেওয়া নেতারা একটি বৈঠকের পর অস্থায়ী সংবিধানের ঘোষণা করা হয়। একই সভায় দেশের পুরানো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে বলেও সম্মত হন তারা। অস্থায়ী সংবিধান প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সাত সদস্যের একজন আব্দুলহামিদ আল-আওয়াক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, পূর্ববর্তী সংবিধানের কিছু ধারা বজায় রাখা হবে, যার মধ্যে রয়েছে - রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইনশাস্ত্রের প্রধান উৎস হবে ইসলামী আইন।