News71.com
 International
 14 Mar 25, 11:05 PM
 44           
 0
 14 Mar 25, 11:05 PM

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে নেওয়ার দাবি রুশ বাহিনীর॥

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে নেওয়ার দাবি রুশ বাহিনীর॥


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সুদঝা পুনরুদ্ধার করেছে। শহরটি আগে ইউক্রেনীয় বাহিনীর দখলে ছিল। তবে বিবিসি স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি। রাশিয়া এর আগে বলেছিল, তারা কুরস্ক অঞ্চল দখলের শেষপর্যায়ে রয়েছে। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু ছবি প্রকাশ করে। তাতে দেখা যায়, রুশ সেনাবাহিনী কুরস্কের গ্রামীণ এলাকা মালায়া লোকনিয়ায় অবস্থান করছে। এই গ্রামীণ এলাকা সুঝদার উত্তর দিকে অবস্থিত।

এদিকে রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন। বৃহস্পতিবার সকালে তিনি জানান, হামলায় শতাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে খেরসনের দক্ষিণাঞ্চলে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি রুশ ড্রোন হামলায় নিহত হয়েছেন। ৮৫ বছর বয়সী আরেক ব্যক্তি হামলায় আহত হয়েছেন বলে জানান আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দ্র প্রোকুদিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন