News71.com
 International
 15 Mar 25, 10:38 PM
 47           
 0
 15 Mar 25, 10:38 PM

বড়দের সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত নয়॥ইউক্রেনকে ইঙ্গিত করে বললেন ট্রাম্প

বড়দের সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত নয়॥ইউক্রেনকে ইঙ্গিত করে বললেন ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইউক্রেনকে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার পরও রুশ বাহিনী কীভাবে এত বিপুলসংখ্যক ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলতে সক্ষম হলো, তা ‘অবিশ্বাস্য’। পাশাপাশি তিনি ইউক্রেনকে উদ্দেশ্য করে বলেছেন, এমন কারও সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না, যারা আকারে বড় এবং যাদের অর্থ বেশি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে কিয়েভ রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড় ধরনের অভিযান চালিয়ে সুদঝা শহর এবং বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয়। ইউক্রেনের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, ভবিষ্যতে শান্তি আলোচনায় কিয়েভের অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছিল। তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার সন্ধ্যা পর্যন্ত রুশ বাহিনী ওই এলাকার ৮৬ শতাংশ পুনর্দখল করেছে। বাকি ইউক্রেনীয় ইউনিটগুলো বর্তমানে ‘বেষ্টিত’ ও ‘বিচ্ছিন্ন’ অবস্থায় রয়েছে। কতজন ইউক্রেনীয় সেনা ঘেরাও হয়ে পড়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মস্কো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন