আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর চালানো যে কোনও হামলার জন্য তিনি তেহরানকে দায়ী করবেন। সোমবার (১৭ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এর জন্য ইরানকে পরিণতি ভোগ করার হুঁশিয়ারিও দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এই মুহূর্ত থেকে হুথিদের ছোড়া প্রতিটি গুলি ইরানের অস্ত্র ও নেতৃত্ব থেকে ছোড়া গুলি হিসেবে বিবেচিত হবে, এবং ইরানকে দায়ী করা হবে, এবং পরিণতি ভোগ করতে হবে, যা হবে ভয়ঙ্কর!ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার পর প্রথমবার মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান সম্প্রসারণ করেছে তার প্রশাসন। আন্তর্জাতিক জাহাজ চলাচলের বিরুদ্ধে হুথিদের হামলার হুমকির জবাবে, শনিবার ইয়েমেনে নতুন একদফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, লোহিত সাগরের বন্দর নগরী হোদেইদা এবং রাজধানী সানার উত্তরে আল জাওফ গভর্নরেটকে লক্ষ্যবস্তু করা হয়েছে।