News71.com
 International
 22 Mar 25, 11:55 PM
 66           
 0
 22 Mar 25, 11:55 PM

ভারতের পররাষ্ট্র মন্ত্রকের ব্রিফিং॥ইউনূস মোদি বৈঠক নিয়ে অনিশ্চয়তা

ভারতের পররাষ্ট্র মন্ত্রকের ব্রিফিং॥ইউনূস মোদি বৈঠক নিয়ে অনিশ্চয়তা

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি। গতকাল শুক্রবার বিকেলে ভারতের নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকের ফাঁকে প্রতিবেশী দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘যে দ্বিপক্ষীয় বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন, সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে বলার মতো কোনো আপডেট নেই।’এর আগে শুক্রবার সকালেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে, এপ্রিলের ২ থেকে ৪ তারিখ ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা, সে বিষয়ে ঢাকার কাছ থেকে তারা প্রস্তাব পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন