News71.com
 International
 29 Mar 25, 12:10 PM
 34           
 0
 29 Mar 25, 12:10 PM

ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি মিয়ানমারের জান্তা সরকারের॥

ডিসেম্বরেই  নির্বাচনের প্রস্তুতি মিয়ানমারের জান্তা সরকারের॥

আন্তর্জাতিক ডেস্ক: ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মিয়ানমারের জান্তা সরকার তাদের বৈধতা ও আসন্ন নির্বাচন নিয়ে সমর্থনের জন্য অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবে। তারই অংশ হিসেবে আগামী সপ্তাহে বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং। সফর সম্পর্কে অবগত তিন কর্মী শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।বৃহস্পতিবার (২৭ মার্চ) মিন অং হ্লাইং বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে সাধারণ নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। মিয়ানমারে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে জান্তা সরকার। আগামী ৩ ও ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলনে আয়োজিত হতে যাচ্ছে। সম্মেলন চলাকালে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছে তার প্রশাসন। 

বিমসটেক এর পুরো নাম হচ্ছে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন। এর সদস্য দেশের তালিকায় রয়েছে থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান।  সম্মেলনে জান্তা-প্রধানের অংশগ্রহণ একটি বিরল ঘটনা হতে যাচ্ছে। ২০২১ সালে বেসামরিক সরকারকে উৎখাত করে জান্তা বাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমার কার্যত গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর থেকে তার ওপর একগাদা নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। এছাড়া শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে তাকে আঞ্চলিক জোট আসিয়ানের বৈঠকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন