নিউজ ডেস্ক: মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে একের পর এক মৃতদেহ বের করে আনা হচ্ছে। সোমবার (৩১ মার্চ) জান্তা সরকারের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মিয়ানমারজুড়ে মৃতের সংখ্যা ২,০২৮ জনে পৌঁছেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে নতুন মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তাই দেশের বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক খবর পাওয়া সম্ভব নয়। জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং সতর্ক করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর আজ সোমবার থেকে মিয়ানমারে এক সপ্তাহব্যাপী শোক ঘোষণা করা হয়েছে।এদিকে, সোমবারও মিয়ানমারে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ব্যাংককে ধসে পড়া আকাশচুম্বী ভবনের ধ্বংসাবশেষে জীবনের চিহ্ন পাওয়া গেছে।