News71.com
 International
 02 Apr 25, 10:19 PM
 34           
 0
 02 Apr 25, 10:19 PM

ইরান ও ইয়েমেন ইস‍্যুতে বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র॥

ইরান ও ইয়েমেন ইস‍্যুতে বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে কমপক্ষে ছয়টি পারমাণবিক বোমা বহনে সক্ষম 'বি-২ স্পিরিট' বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২ এপ্রিল) অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রগুলোতে এমনটাই দেখা গেছে।এপি জানিয়েছে, গত সপ্তাহ থেকে বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায়, এই বিমান মোতায়েনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।ইরান ও ইয়েমেনের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন পারমাণবিক আলোচনায় বসার জন্য, অন্যথায় ইরানের স্থাপনাগুলোতে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন।

ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত—উপসাগরীয় চার দেশ স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানে হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেবে না। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে অনেকটাই দূরে ভারত মহাসাগরে বি-২ বিমানগুলো মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ভারতের দক্ষিণে অবস্থিত এবং সেখান থেকে ইরান ও ইয়েমেনে এই বিমানগুলো দিয়ে অনায়াসে হামলা চালানো সম্ভব। এপি'র প্রতিবেদন বলছে, তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এখন চরমে রয়েছে। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য বোমা হামলার ক্ষেত্রে 'বি-২' বিমানটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন