আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ও নেতানিয়াহুর দফতর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ান, বার্তা সংস্থা এপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমগুলো জানায়, বৈঠকে আলোচনার বিষয় হিসেবে থাকছে ট্রাম্পের হঠাৎ করে ইসরায়েলি পণ্যের ওপর ১৭% শুল্ক আরোপ, গাজা পরিস্থিতি, ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে।