News71.com
 International
 08 Apr 25, 09:53 AM
 68           
 0
 08 Apr 25, 09:53 AM

শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র॥ট্রাম্পের নতুন ঘোষণা

শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র॥ট্রাম্পের নতুন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুল্ক ছাড়, কমানো বা সময় চেয়ে অনুরোধ করা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে তার প্রশাসন। তবে চীনের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার স্থানীয় সময় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টটির কেন্দ্রে ছিল চীন এবং তার সাম্প্রতিক পাল্টা শুল্কনীতি। 

ট্রাম্প দাবি করেন, চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে দেশটি থেকে আমদানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্কের হার দাঁড়াবে ১০৪ শতাংশ পর্যন্ত। তিনি লেখেন, ‘রেকর্ড পরিমাণ শুল্ক, অ-আর্থিক শুল্ক, অবৈধ ভর্তুকি এবং দীর্ঘমেয়াদি মুদ্রা কারসাজির ওপর গতকাল চীন (যুক্তরাষ্ট্রের ওপর) পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে তাহলে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে এমন সতর্কতা দেওয়ার পরও চীন এ কাজ করেছে। ’ চীনের জন্য নির্ধারিত সময়সীমা উল্লেখ করে ট্রাম্প জানান, যদি চীন ৮ এপ্রিল ২০২৫ এর মধ্যে বাড়তি ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন