News71.com
 International
 08 May 25, 11:27 PM
 13           
 0
 08 May 25, 11:27 PM

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যেই দিল্লিতে সৌদির মন্ত্রী॥

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যেই দিল্লিতে সৌদির মন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আকস্মিক ভারত সফর করলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে ভারতে আকস্মিক সফর করেছেন আল-জুবায়ের। আল-জুবায়েরের এই সফরের একদিন আগেই পাকিস্তানের ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশ এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত।

জয়শঙ্কর এক্স-পোস্টে বলেছেন, আজ সকালে আল-জুবায়েরের সঙ্গে 'ভালো বৈঠক' হয়েছে। এ সময় তিনি 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি' জানিয়েছেন সৌদির প্রতিমন্ত্রীকে। ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে বিভক্ত হওয়ার পর থেকে চূড়ান্ত বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর। উভয় দেশই হিমালয় অঞ্চলটির সম্পূর্ণ মালিকানা দাবি করে এবং আংশিকভাবে শাসন করে। এই অঞ্চলের জন্য তাদের তিনটি যুদ্ধ হয়েছে। এই অঞ্চলে গত ২২ এপ্রিল সংঘটিত সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন