News71.com
 International
 08 May 25, 11:28 PM
 13           
 0
 08 May 25, 11:28 PM

জুলাই গণহত্যা॥ দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন

জুলাই গণহত্যা॥ দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন

নিউজ ডেস্কঃ হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বৃহস্পতিবার (৮ মে) আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার-নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় দ্বিতীয় এই ট্রাইব্যুনাল গঠন করা হলো। জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থনের সময় হত্যা, গণহত্যা, গুমসহ মানবতাবিরোধী নানা ধরনের অপরাধের বিচার কার্যক্রম দ্রুত করতে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন