আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় উদ্ধারকারীরা অনুসন্ধান অভিযান পুনরায় শুরু করেছেন। মেঘভাঙা ভারী বৃষ্টির কারণে ব্যাপক ভূমিধস এবং আকস্মিক বন্যার পরে রাজ্যটিতে ৩৪ জন নিখোঁজ রয়েছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ শুক্রবার পর্যন্ত কাংড়া, মান্ডি, হামিরপুর, সিমলা, সিরমৌর এবং সোলান জেলায় মাঝারি ধরণের আকস্মিক বন্যার ঝুঁকির পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার মুষলধারে বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দেয় হিমাচলে। ১৪টি সেতু, ১৪৮টি বাড়ি এবং দুটি দোকান ভেসে যায়। ফলে ১১ জনের মৃত্যু হয়, যার বেশিরভাগই মান্ডি জেলায়। ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে চলা দুর্যোগের পর নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমতে থাকে। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।