News71.com
 International
 18 Jul 25, 12:25 PM
 42           
 0
 18 Jul 25, 12:25 PM

ভারি বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ায় ৪ মৃত্যু॥ সরিয়ে নেওয়া হল ১৩০০ নাগরিককে  

ভারি বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ায় ৪ মৃত্যু॥ সরিয়ে নেওয়া হল ১৩০০ নাগরিককে   

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় টানা মুষলধারে বৃষ্টিতে চারজন নিহত হয়েছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১,৩০০ জনেরও বেশি মানুষকে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। শুক্রবার (১৮ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজনের বয়স ৮০-র বেশি। এদের একজন বাড়ির বেইজমেন্ট থেকে বৃষ্টির পানি সরানোর চেষ্টা করছিলেন বলে ধারণা কর্তৃপক্ষের। গাড়ির ওপর একটি দেয়াল ধসে পড়ার ঘটনায় তৃতীয় ব্যক্তি চাপা পড়ে মারা যান। মারা যাওয়ার কিছুক্ষণ আগে তিনি তার স্ত্রীকে ফোন দিয়ে গাড়িটি ‘ভেসে যাচ্ছে’ বলে জানিয়েছিলেন। চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন