News71.com
 International
 20 Jul 25, 11:21 AM
 42           
 0
 20 Jul 25, 11:21 AM

অন্য দেশের নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের মতামত না দিতে নির্দেশ॥  

অন্য দেশের নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের মতামত না দিতে নির্দেশ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন, তারা যেন বিদেশি নির্বাচন সম্পর্কে এর সুষ্ঠুতা বা স্বচ্ছতা নিয়ে কোনো মন্তব্য না করে। এক প্রতিবেদনে রয়টার্স জানায় বৃহস্পতিবার (১৭ জুলাই) তাদের হাতে আসা একটি অভ্যন্তরীণ নথিতে এ নির্দেশনা রয়েছে বলে নিশ্চিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘বিদেশে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহ দেওয়ার নীতির’ থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। ওই তারিখে সব মার্কিন দূতাবাসে পাঠানো পররাষ্ট্র দপ্তরের কেবলটিতে বলা হয়েছে, এখন থেকে ‘পরিষ্কার ও গুরুত্বপূর্ণ’ কোনো পররাষ্ট্রনীতিগত স্বার্থ না থাকলে ওয়াশিংটন থেকে বিদেশি নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট আর দেওয়া হবে না। কেবলে বলা হয়, যদি কোনো বিদেশি নির্বাচনের বিষয়ে মন্তব্য করা প্রয়োজন হয়, তাহলে আমাদের বার্তা সংক্ষিপ্ত হবে, নির্বাচনে বিজয়ী প্রার্থীর প্রতি অভিনন্দন এবং যখন প্রাসঙ্গিক, তখন অভিন্ন পররাষ্ট্রনীতির স্বার্থের কথা উল্লেখ করা হবে। এছাড়া কেবলে সতর্ক করে বলা হয়েছে, কোনো দেশ বা নির্বাচনের গণতান্ত্রিক মূল্যবোধ, বৈধতা বা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন