আন্তর্জাতিক ডেস্কঃ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং দগ্ধ রোগীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।দিল্লির ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, দগ্ধ রোগীদের চিকিৎসায় অভিজ্ঞ দুই বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের একটি ছোট দল মঙ্গলবার(২২ জুলাই) ঢাকায় পৌঁছাবেন। একই সঙ্গে বিশেষায়িত মেডিকেল ইকুইপমেন্টও পাঠানো হচ্ছে। প্রয়োজনে আরও চিকিৎসক পাঠানো হবে। সূত্র মতে, দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তাকে ফোন করে ভারতের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।একই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে দুর্ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান, এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।