News71.com
 International
 25 Jul 25, 11:10 AM
 20           
 0
 25 Jul 25, 11:10 AM

ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স॥প্রেসিডেন্ট ম‍্যাক্রো  

ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স॥প্রেসিডেন্ট ম‍্যাক্রো   

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এক্স পোস্টে ম্যাক্রোঁ লিখেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা।’ তিনি আরও লিখেন, ‘শান্তি সম্ভব। আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার, সব বন্দীর মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’

ম্যাক্রোঁ লিখেন, ‘একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে সুরক্ষিত করতে হবে ও পুনর্নির্মাণ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করে তা পুনর্গঠন করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে।’ এসব করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে ও ইসরায়েলকে সম্পূর্ণ স্বীকৃতি দিতে হবে। আর এই পদক্ষেপই এই অঞ্চলের সবার নিরাপত্তায় ভূমিকা রাখবে। এর কোনো বিকল্প নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন