News71.com
 International
 26 Jul 25, 11:19 PM
 15           
 0
 26 Jul 25, 11:19 PM

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে মালয়েশিয়ার রাজধানীতে বিক্ষোভ॥ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি  

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে মালয়েশিয়ার রাজধানীতে বিক্ষোভ॥ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি   

আন্তর্জাতিক ডেস্কঃ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জোট সরকারের সংস্কারের অভাবে ক্ষুব্ধ মালয়েশিয়ার হাজার হাজার মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে আনোয়ার ইব্রাহিমের ক্ষমতা গ্রহণের পর বিরোধী দলগুলোর আয়োজনে শনিবারের এই সমাবেশটিই এখন পর্যন্ত দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ।বিক্ষোভকারীরা রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে পরে ইনডিপেনডেন্ট স্কয়ারে মিলিত হয়। তাদের হাতে ছিল ‘আনোয়ার পদত্যাগ করুন’ লেখা প্ল্যাকার্ড। পুলিশ সদস্যরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল।

সেলানগর থেকে আগত ৩৫ বছর বয়সী বিক্ষোভকারী ফাউজি মাহমুদ বলেন, ‘তিনি (আনোয়ার ইব্রাহিম) তিন বছর ধরে দেশ শাসন করছেন, কিন্তু তাঁর করা প্রতিশ্রুতি এখনো পূরণ করতে পারেননি।’ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আনোয়ার ইব্রাহিম বিদেশি বিনিয়োগ আনতে অনেক দেশে গেছেন, কিন্তু আমরা এখনো কিছু দেখিনি। জীবনযাত্রার ব্যয় এখনো অনেক বেশি।’ আল জাজিরার প্রতিনিধি রব ম্যাকব্রাইড কুয়ালালামপুর থেকে জানিয়েছেন, বিক্ষোভকারীরা ‘বিশ্বাস করে’ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সময় যে সংস্কার এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি পূরণ করতে পারেননি। তিনি বলেন, ‘কুয়ালালামপুরের রাস্তায় গত কয়েক বছরে আমরা যেসব বড় বিক্ষোভ দেখেছি, তার মধ্যে এটি অন্যতম।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন