News71.com
 International
 27 Jul 25, 11:29 PM
 18           
 0
 27 Jul 25, 11:29 PM

বিমান থেকে গাজায় ২৫ টন খাবার ফেলল জর্ডান ও আরব আমিরাত॥  

বিমান থেকে গাজায় ২৫ টন খাবার ফেলল জর্ডান ও আরব আমিরাত॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বিমান থেকে গাজায় ২৫ টন খাবার ফেলেছে জর্ডান ও আরব আমিরাত। রোববার (২৭ জুলাই) জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি। এতে বলা হয়েছে, জর্ডানের রয়েল এয়ার ফোর্স আরব আমিরাতকে সঙ্গে নিয়ে গাজায় ২৫ জন খাবার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা ফেলেছে। এতে অংশ নিয়েছে জর্ডানের সি-১৩০ মডেলের দুটি এবং আরব আমিরাতের একটি বিমান। গাজার একাধিক স্থানে এসব খাবার ফেলা হয়। জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও জানানো হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আকাশ থেকে ১২৭ বার সেখানে খাবার ফেলা হয়েছে জর্ডান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন