News71.com
 International
 28 Jul 25, 10:15 AM
 17           
 0
 28 Jul 25, 10:15 AM

যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি॥শুল্কহার কমিয়ে ১৫ শতাংশ  

যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি॥শুল্কহার কমিয়ে ১৫ শতাংশ   

আন্তর্জাতিক ডেস্কঃ স্কটল্যান্ডে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। রবিবার (২৭ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এই চুক্তির ঘোষণা দেন, যা মাসাধিকালের অনিশ্চয়তার অবসান টানল।ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গল্ফ রিসোর্টে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা আজ একটি চমৎকার চুক্তি করেছি। এতে করে বাণিজ্য নিয়ে আর কোনো ধরনের অনিশ্চয়তা থাকবে না। এই চুক্তিতে ইইউ পণ্যে যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিল। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ১৫ শতাংশের নিচে শুল্ক কমানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। এই চুক্তি আমাদের সম্পর্ককে আরও গভীর করবে এবং এটি একটি উইন-উইন পরিস্থিতি তৈরি করেছে। তিনি এই চুক্তিকে তার সরকারের "সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য" হিসেবে অভিহিত করেন। চুক্তি অনুসারে ইইউ যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ইইউ মার্কিন জ্বালানি ও প্রতিরক্ষা খাত থেকে ৭৫০ বিলিয়ন ডলারের পণ্য ক্রয় করবে। উভয় পক্ষ ১৫ শতাংশ শুল্কহারে সম্মত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন