News71.com
 International
 14 Aug 25, 11:02 AM
 22           
 0
 14 Aug 25, 11:02 AM

সিন্ধু পানিচুক্তি মেনে চলার নির্দেশনা আন্তর্জাতিক সালিশি আদালতের॥  

সিন্ধু পানিচুক্তি মেনে চলার নির্দেশনা আন্তর্জাতিক সালিশি আদালতের॥   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের 'অবাধ ব্যবহারের' জন্য ভারতের পশ্চিমা নদীগুলোর পানি প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালত (পিসিএ)। সোমবার (১১ আগস্ট) আদালতের ওয়েবসাইটে রায়টি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, 'ভারত পশ্চিমের নদীগুলোতে তার ইচ্ছামতো নকশায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারে না। নকশা করতে হবে সিন্ধু চুক্তিতে থাকা শর্ত অনুযায়ী।' মঙ্গলবার রয়টার্সকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান বলেন, 'মোটাদাগে আদালত পাকিস্তানের অবস্থানকেই সমর্থন করেছে, বিশেষ করে নতুন জলবিদ্যুৎ প্রকল্পের নকশার ক্ষেত্রে।' 'এটা এখন পরিষ্কার, ভারত আদালতের রায় লঙ্ঘন করে এই প্রকল্পগুলোর কোনোটিই যে নির্মাণ করতে পারবে না, তা আমি নিশ্চিত।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন