News71.com
 International
 14 Nov 25, 11:22 AM
 1           
 0
 14 Nov 25, 11:22 AM

ইসরাইলি প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমা করার জন‍্য আনুষ্ঠানিক সুপারিশ ট্রাম্পের॥

ইসরাইলি প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমা করার জন‍্য আনুষ্ঠানিক সুপারিশ ট্রাম্পের॥

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতির মামলায় সাজার মুখে পড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে চিঠি লিখে এ আহ্বান জানান। বার্তা সংস্থা এপি জানায়, চিঠিতে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অন্যায্য’ বলে সমালোচনা করেন তিনি।

এর আগে একাধিকবার নেতানিয়াহুর ওপর থেকে মামলা তুলে নেওয়ার কথা বললেও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পর গত বুধবার ট্রাম্প এ চিঠি পাঠান। চিঠিতে ট্রাম্প লেখেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুকে পুরোপুরি ক্ষমা করে দিতে আমি আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি যুদ্ধের সময় শক্তিশালী ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলকে এখন শান্তির পথে এগিয়ে নিচ্ছেন তিনি।’ এ আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণপন্থিদের প্রতি ট্রাম্পের সমর্থনের দিকেও ইঙ্গিত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন