
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর সীমান্তবিরোধ ঘিরে এ বার দীর্ঘমেয়াদি যুদ্ধের বার্তা। বিমান হামলার পরে এ বার সরাসরি কম্বোডিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার অভিযোগ উঠল তাইল্যান্ড সেনার বিরুদ্ধে। যদিও ব্যাঙ্ককের দাবি, তাদের উপকূলীয় প্রদেশ ত্রাতের অন্দরে কম্বোডিয়ার বাহিনীর উপস্থিতি নজরে আসার পরে তাদের হটিয়ে দিতে সামরিক অভিযান শুরু হয়েছে। সংঘর্ষে ইতিমধ্যেই দু’তরফের বেশ কয়েক জন সেনা নিহত হয়েছেন। সীমান্তবর্তী এলাকাগুলি থেকে দু’দেশেরই কয়েক হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।
মিয়াঞ্চে প্রদেশে তাইল্যান্ড সেনার আক্রমণে একবিংশ শতকে নির্মিত পারসাত তা ক্রাবে মন্দির ধ্বংস হয়ে গিয়েছে বলে কম্বোডিয়ার তরফে মঙ্গলবার অভিযোগ তোলা হয়েছে। তাইল্যান্ড জানিয়েছে, কম্বোডিয়ার গোলান্দাজ বাহিনীর হামলার জেরে ঘরছাড়াদের ঠাঁই দিতে ৫০টি আশ্রয়শিবির খোলা হয়েছে। তাইল্যান্ড মঙ্গলবার জানিয়েছে, তারা আগ্রাসন শুরু করেনি, বরং এই পরিস্থিতিতে দেশ আত্মরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে। সামরিক বাহিনীকে সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সমস্ত পদক্ষেপ করার স্বাধীনতা দেওয়া হয়েছে।
যদিও কম্বোডিয়ার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র মালি সোচিয়াতা সেই অভিযোগ খারিজ করে তাইল্যান্ডের বিরুদ্ধে একতরফা ভাবে বিমানহানার অভিযোগ তুলেছেন। গত ২৬ অক্টোবর মালয়েশিয়া আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে তাইল্যাল্ড এবং কম্বোডিয়া স্থায়ী সংঘর্ষবিরতি চুক্তি করেছিল। দুই দেশের শীর্ষ নেতৃত্বকে পাশে বসিয়ে শান্তিচুক্তিতে সই করিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘‘এই দিনটা দক্ষিণ-পূর্ব এশিয়ার সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ।’’ কিন্তু দেড় মাসের মধ্যেই ট্রাম্পের সেই ‘সাফল্যের দাবি’ ফিকে হয়ে গেল।