News71.com
 International
 15 Dec 25, 08:06 PM
 36           
 0
 15 Dec 25, 08:06 PM

আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না॥তেহরান সম্মেলনে যৌথ ঘোষণা

আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না॥তেহরান সম্মেলনে যৌথ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে কোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেয়া হবে না। সেই সাথে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিষেধাজ্ঞার বিরোধিতাও করেছে দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলো। রবিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধিদের বৈঠকে এ বিষয়ে একমত হন অংশগ্রহণকারীরা।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা জোর দিয়ে উল্লেখ করেন যে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী দেশগুলোর উচিত রাজনৈতিক শর্ত আরোপ না করে দেশটির পুনর্গঠনে সহযোগিতা করা। একই সঙ্গে আঞ্চলিক সংহতি ও উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানের বিদ্যমান সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে ইরান, পাকিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, চীন, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের বিশেষ প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে আফগানিস্তানসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। বিবৃতিতে জানানো হয়, প্রতিনিধিরা আফগানিস্তানে স্থিতিশীলতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, আফগানিস্তান চাইলে প্রয়োজনীয় সহায়তাও দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন