News71.com
 International
 17 Dec 25, 10:59 AM
 41           
 0
 17 Dec 25, 10:59 AM

অস্ট্রেলিয়ার ইহুদি উৎসবে বন্দুক হামলায় ইসলামপন্থাকে দায়ী করে তুলসী গাবার্ডের বিবৃতি॥

অস্ট্রেলিয়ার ইহুদি উৎসবে বন্দুক হামলায় ইসলামপন্থাকে দায়ী করে তুলসী গাবার্ডের বিবৃতি॥

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ায় একটি হানুকাহ উৎসবে হামলার ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ও ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা বিষয়ক প্রধান তুলসী গ্যাবার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা নির্বিচার ও যাচাই-বাছাইহীন অভিবাসন নীতির পরিণতি। একই সঙ্গে তিনি এটিকে পশ্চিমা দেশগুলোকে ধীরে ধীরে ইসলামের দিকে ঠেলে দেওয়ার একটি বিস্তৃত প্রবণতার অংশ হিসেবে উল্লেখ করেন।

গ্যাবার্ডের বক্তব্য অনুযায়ী, এই ধরনের হুমকি কেবল অস্ট্রেলিয়ায় সীমাবদ্ধ নয়; বরং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের স্বাধীনতা, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।অস্ট্রেলিয়ার ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, এই মর্মান্তিক ইসলামপন্থী সন্ত্রাসী হামলা কাউকে বিস্মিত করা উচিত নয়। তার দাবি, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ বাড়লেও যুক্তরাষ্ট্রের হাতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সীমিত সুযোগ রয়েছে।এই প্রেক্ষাপটে তুলসী গ্যাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত ও অভিবাসন নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন