
আন্তর্জাতিক ডেস্কঃ আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস।আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আলাদা শোকবার্তা প্রকাশ করে। ইইউ দূতাবাস শোকবার্তায় বলেছে, ‘শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’ এদিকে হাদির মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন দূতাবাসও।