
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মৌলিক স্বার্থ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বাংলাদেশের কর্তৃপক্ষ গঠনমূলক পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর। একই সঙ্গে ভারতও বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের পক্ষে সহযোগিতামূলক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ বিষয়ক ভারতের সংসদীয় প্যানেলের প্রধান শশী থারুর শুক্রবার (১৯ ডিসেম্বর) সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এসময় বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে কিছু দায়িত্বজ্ঞানহীন গোষ্ঠী রয়েছে যারা ‘অর্থহীন ও অবিবেচক মন্তব্য’ করছে।
তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই সম্প্রতি এক ছাত্রনেতার বক্তব্য দেখেছেন, যিনি বলেছেন ভারতের সাতটি রাজ্যকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তিনি কে এমন কথা বলার? কিন্তু এ ধরনের মন্তব্য করা হচ্ছে, আর সে কারণেই আমরা অত্যন্ত সতর্ক রয়েছি—কারণ এমন উপাদানগুলো খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে।’ শশী থারুর আরও বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের কর্তৃপক্ষ গঠনমূলক পদক্ষেপ নেবে, যাতে ভারতের মৌলিক স্বার্থ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে আমরাও বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের পক্ষে সহযোগিতামূলক ভূমিকা পালন করব।’ এর আগে বুধবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে কড়া প্রতিবাদ জানায় ভারত। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই তলবের অন্যতম কারণ ছিল হাসনাত আবদুল্লাহর বক্তব্য।