News71.com
 International
 20 Dec 25, 08:33 PM
 21           
 0
 20 Dec 25, 08:33 PM

যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ১১২ বিলিয়ন ডলারের পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র॥  

যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ১১২ বিলিয়ন ডলারের পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র॥   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্নির্মাণের একটি প্রকল্পের খসড়া তৈরি করেছে। মূলত প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং টাম্পের জামাতা ব্যবসায়ী জ্যারেড কুশনার এই 'নকশা' সাজিয়েছেন। এটি বাস্তবায়ন করতে দশ বছরে ১১২.১ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এমনটাই জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'প্রজেক্ট সানরাইজ'। এটি 'গাজার ধ্বংসস্তূপকে ভবিষ্যতের উপকূলীয় গন্তব্যে (সৈকতের শহর- যেখানে পর্যটকরা যাবেন) পরিণত করার জন্য' ডিজাইন করা হয়েছে। পরিকল্পনায় নির্দিষ্ট করা হয়নি যে, গাজা উপত্যকা পুনর্নির্মাণে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো জড়িত থাকবে এবং প্রকল্পটি বাস্তবায়নের সময় ২০ লাখ ফিলিস্তিনির কী হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন