আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্ব ভারতের দিকে বিরাট প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। তাই আর ‘যেমন চলছে চলুক না’, এই মনোভাব চলবে না। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শনিবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় সামাজিক ও ক্ষমতায়ন মন্ত্রক এখানে যে সামাজিক ক্ষমতায়ন শিবিরের আয়োজন করেছিল, সেখানে তিনি বলেন, অনেক সময় আমরা চোখের সামনে অনেক কিছু ঘটতে দেখি। কিন্তু নির্বিকার থাকি, দেখেও যেন দেখি না। কিন্তু ভারতের মতো দেশে এমন মনোভাব চলতে পারে না বলেই আমার মত। হোতা হ্যায়, চলতা হ্যায়, দেখেঙ্গে-এই মানসিকতার দিন কিন্তু শেষ। গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়েছে। অনেক প্রত্যাশা তাদের।
নানা শারীরিক প্রতিবন্ধকতার শিকার লোকজনকে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে আর্থিক সাহায্য দেওয়াই ছিল ওই অনুষ্ঠানের উদ্দেশ্য। কোনও প্রধানমন্ত্রী হিসাবে প্রথম এ ধরনের শিবিরে হাজির হওয়ার সুযোগ পাওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রককে ধন্যবাদ দেন তিনি। পালটা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী তানওয়ার চাঁদ গেহলট ও তাঁর মন্ত্রকের তিন জুনিয়র মন্ত্রী রামদাস আথওয়ালে, বিজয় সাম্পলা, কৃষ্ণপাল গুর্জর। মোদী বলেন, স্বাধীনতার পর গত ৭০ বছরে এক ডজন প্রধানমন্ত্রী এসেছেন। কিন্তু আমিই প্রথম এ ধরনের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পেলাম। এজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
তিনি এই মন্ত্রককে কেন্দ্রস্থলে রেখেছেন বলেও জানান মোদী। প্রতিবন্ধীদের সহায়তা দেওয়ার জন্য এ ধরনের শিবিরের আয়োজন না হওয়ায় বিগত সরকারগুলিকে কটাক্ষ করেন মোদী। একইসঙ্গে বিভিন্ন পরিস্থিতিতে প্রশাসনিক কর্তাব্যক্তিরা যেভাবে সাড়া দিয়ে থাকেন, তাতে বড়সড় বদল আনা প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।