আন্তর্জাতিক ডেস্কঃ চীনে চলতি বছরে গত ৮ মাসে ২৩২টি রাসায়নিক দুর্ঘটনায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন এবং এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪ শতাধিক মানুষ ।
গ্রিনপিস নামে একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থার গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক মাধ্যমগুলো ।
সংস্থাটি জানিয়েছে, চীনের লাগামহীন রাসায়নিক শিল্পকে নিয়ন্ত্রণে আনতে দেশটির এ শিল্পে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি। চ্যাং কুইয়ান নামে সংস্থাটির এক কর্মকর্তা জানান, দেশটির সরকারের এ বিষয়ে অতিদ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত শ্রমিক ও এসব এলাকার আশপাশের মানুষজনদের সেফটি নেট ব্যবহারের নির্দেশ দেওয়ার পাশাপাশি ও গুরুত্বপূর্ণ এলাকা রক্ষা করা প্রয়োজন ।
২০১০-১১ সালের এক তথ্য বিবরণীতে বলা হয়, দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রায় ৩৩ হাজার রাসায়নিক কারখানা রয়েছে। গত বছর দেশটির তিয়ানজিন শহরে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ১৬৫ জন ।
ক্ষমতাসীন সরকার তখন দাবি জানিয়েছিলো, ওই কারখানায় অবৈধভাবে বিপজ্জনক পদার্থ গুদামজাত করা হয়েছিলো। তাই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্প্রতি ওয়ানহুয়া কেমিক্যাল গ্রুপের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪জন শ্রমিক ।