News71.com
 International
 23 Sep 16, 01:40 PM
 395           
 0
 23 Sep 16, 01:40 PM

চোরাচালানির দায়ে গ্রেফতার হওয়া দুই পাকিস্তানিকে মৃত্যুদণ্ড দিল সৌদি আরব ।।

চোরাচালানির দায়ে গ্রেফতার হওয়া দুই পাকিস্তানিকে মৃত্যুদণ্ড দিল সৌদি আরব ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চোরাচালানির দায়ে গ্রেফতার হওয়া দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সৌদি গণমাধ্যমে আজ শুক্রবার এ খবর প্রকাশ করা হয় ।

ওই দুই পাকিস্তানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা নিজেদের শরীরের ভেতরে বিপুল পরিমাণ হেরোয়িন পাচারের উদ্দেশ্যে বহন করছিল। ওই দু্ই পাকিস্তানির নাম হলো- বাশারত আলি ফারজান্দ ও আব্দুলাজিজ আল-রহমান জারয়ের খান। আপিল ও সুপ্রীম কোর্টের নির্দেশ ও রাজকীয় আদেশে গত বুধবার রিয়াদ জাস্টিস স্কয়ারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন