News71.com
 International
 24 Sep 16, 11:31 AM
 446           
 0
 24 Sep 16, 11:31 AM

পাকিস্তানের প্রতিটি ইঞ্চি-জমি রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী ।। পাক সেনা প্রধানের আস্ফালন

পাকিস্তানের প্রতিটি ইঞ্চি-জমি রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী ।। পাক সেনা প্রধানের আস্ফালন

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাক সেনা প্রধান জেনারেল রাহেল শরীফ জানিয়েছেন, তার দেশের সেনাবাহিনী প্রতি ইঞ্চি-জমি রক্ষায় সদা প্রস্তুত। দেশ রক্ষার স্বার্থে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়। রাহেল শরীফ জানান, পাকিস্তানের সেনাদের যেকোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সৈনিকরাই বারেবারে কার্যকর ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন। আগামীতেও সেনাবাহিনী পাকিস্তানের প্রতি ইঞ্চি জমি রক্ষায় কাজ করবে। বিবৃতিতে তিনি পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেওয়ার কড়া সমালোচনাও করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন