আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে কাশ্মিরের একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ থেকে ৪৫ কিলোমিটার উত্তরের নওসেহরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা আশফাক গিলানি এএফপিকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, এ বাস দুর্ঘটনায় ২৩ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেছেন, তারা তিনটি মৃতদেহ এবং আহত তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কিন্তু আরো ২০ জন যাত্রী সহকারে বাসটি নদীর জলে ভেসে গেছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।