আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পো শহরে গত ২৪ ঘণ্টায় দেড়শ'য়ের বেশি বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১ হাজার মানুষ। জানা গেছে, আলেপ্পোর কাছাকাছি কমপক্ষে ৩০টি শহরকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ভয়াবহ বিমান হামলায় বেশ কিছু জরুরী স্বাস্থ্য সেবা এবং মাটির নীচের আশ্রয়কেন্দ্র ধ্বংষ হয়েছে।
হোয়াইট হেলমেট নামের একটি স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থা জানিয়েছে, যুদ্ধবিমান থেকে ভারী কামান ও বোমা হামলা চালানো হয়। হামলায় সংস্থাটির ৪টি আশ্রয়কেন্দ্র এবং ৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। মুলত বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে আলেপ্পো শহরের পূর্বাংশ পুনর্দখল করার জন্য নতুন অভিযান শুরু করতে যাচ্ছে সিরীয় বাহিনী।