News71.com
 International
 24 Sep 16, 09:00 PM
 368           
 0
 24 Sep 16, 09:00 PM

উরির হামলা কাশ্মীরের প্রতিক্রিয়া ।। নওয়াজ শরিফ

উরির হামলা কাশ্মীরের প্রতিক্রিয়া ।। নওয়াজ শরিফ

 

আন্তর্জাতিক ডেস্কঃ উরি হামলার জন্য কাশ্মীরবাসীকে দায়ী করলেন নওয়াজ শরিফ। লন্ডনে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করলেন তিনি। জাতিসংঘের ভাষণে উরি হামলা নিয়ে উচ্চবাচ্য না করায় সমালোচনার মুখে পড়েছিলেন নওয়াজ শরিফ ।

তাই লন্ডনে সাংবাদিকদের সামনে উরির সেনা ছাউনির হামলাকে কাশ্মীরের প্রতিশোধ বলে মন্তব্য করে বসলেন। তিনি বলেন, প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। কাশ্মীরে গত ২মাসে যে হারে অত্যাচার চালিয়েছে ভারত, তার প্রতিক্রিয়াই উরির হামলা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন