News71.com
 International
 25 Sep 16, 01:14 PM
 344           
 0
 25 Sep 16, 01:14 PM

ইরাকি বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কারারক্ষী নিহত ।।

ইরাকি বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কারারক্ষী নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের মসুল শহরে ইরাকি বাহিনীর বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কারারক্ষী আবু ওমর নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান হামলায় আবু ওমর নিহত হয়। সে আইএসআইএলর কথিত খলিফা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী ।

সূত্রে আরো জানা গেছে, সামারা শহরের বাসিন্দা আবু ওমর ইরাকি সেনা হামলার সময় মসুল শহরে পালিয়ে যায়। পরবর্তিতে বিমান হামলায় দায়েশের অসংখ্য সদস্যের সঙ্গে সেও নিহত হয়। গত সপ্তাহে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর ৪ কুখ্যাত কমাণ্ডার আনবার প্রদেশের পশ্চিম অংশে ইরাকি নিরাপত্তা বাহিনীর আকস্মিক হামলায় মারা যায় ।

ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনী বা হাশ্দ আশ-শাবির কমাণ্ডার কাতরি আল-ওবায়দি জানান, আনবার প্রদেশের আল-বাগদাদি এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সামরিক ঘাঁটিতে ইরাকি বাহিনীর বিমান হামলায় দুই সৌদি নাগরিকসহ ৪ শীর্ষ আইএসআইএল কমাণ্ডার নিহত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নিহত কমাণ্ডাররা পশ্চিম আনবার প্রদেশে আইএসআইএলর উত্থানের শুরু থেকেই ছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন