News71.com
 International
 25 Sep 16, 08:51 PM
 376           
 0
 25 Sep 16, 08:51 PM

৩০০ বছর পর চোখ খুললো মেক্সিকোর এক মৃত শিশু ।।   

৩০০ বছর পর চোখ খুললো মেক্সিকোর এক মৃত শিশু ।।    

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর একটি ক্যাথলিক শিশু তার মৃত্যুর তিন শ’ বছর পর চোখ খুলেছে। সান্টা ইনোসেন্সিয়া নামের এই মেয়ে শিশুটি তার বাবার ছুরিকাঘাতে ৩০০ বছর আগে মারা যায়।

তাকে মোমের মমি বানিয়ে রেখে দেওয়া হয় মেক্সিকোর গুয়াদালাজারা ক্যাথেড্রালে। সেখানে দর্শনার্থীরা দেখতে যান শিশুটিকে। তেমনই এক দর্শনার্থী যখন শিশুটির ভিডিও করছিলেন তখনই তার দুটি চোখ হালকা করে খুলে যায়। যা ধরা পড়ে ভিডিও ফুটেজে। দেখা যায় চোখ খুলে সোজা তাকিয়ে আছে ক্যামেরার দিকে।

আর যায় কোথা ইন্টারনেটে সে ভিডিও ভাইরাল হয়ে ওঠে। লাখ লাখ ভিউ হতে থাকে ইউটিউবে। যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটি ভূয়া আর কেউ কেউ বিশ্বাস করে বসে আছেন। সমঝদাররা বুঝে নিয়েছেন এ ছিলো নিতান্তই ক্যামেরার খেলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন