News71.com
 International
 26 Sep 16, 12:28 PM
 344           
 0
 26 Sep 16, 12:28 PM

ভিন্ন কক্ষপথে ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ।।

ভিন্ন কক্ষপথে ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিজ্ঞান গবেষণার ইতিহাসে যোগ হলো আরেকটি অধ্যায়। আজ সকাল ৯ টা ১২ মিনিটে শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের সাহায্যে ২টি ভিন্ন কক্ষপথে সবচেয়ে বেশি দূরত্বে ৮টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে এক নতুন দিগন্তের সূচনা করলেন ভারতীয় বিজ্ঞানীরা ।

৮টি স্যাটেলাইটের মধ্যে ভারতের সবচেয়ে দূরপাল্লার ৩৭১ কেজি ওজনের আবহাওয়া বিষয়ক তথ্য জানার স্যাটেলাইট SCATSAT-1 ছাড়াও রয়েছে PRATHAM ও PISAT। এছাড়াও রয়েছে আলজিরিয়ার স্যাটেলাইট ALSAT-1B, ALSAT-2B ও ALSAT-1N, অ্যামেরিকার PATHFINDER-1,কানাডার NLS-19 ।

ISRO সূত্রে জানা গেছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলটি উৎপক্ষেপ হয়ে ৭৩০ কিলোমিটার পথ অতিক্রম করে ১৭ মিনিটের মাথায় পোলার সান সিংক্রোনাস কক্ষপথে প্রথম স্যাটেলাইট নিক্ষেপ করা হবে। এর দু’ঘণ্টা পরে বাকি স্যাটেলাইটগুলিকে নিক্ষেপ করা হবে। এদিকে ISRO এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন