আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলেও। সম্প্রতি ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করা হয়েছিল ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ কি হওয়া উচিৎ? জবাবটা বেশ কঠোরভাবেই দিলেন ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।
সৌরভ বলেন, “দুই দেশের মানুষ সবসময় চান ভারত, পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলা হোক। আমরা ভারতীয়রা তো সবসময় সেটাই চাই। কিন্তু পাকিস্তানও যদি চায় যে, ওরা আমাদের সঙ্গে ক্রিকেট খেলবে, তাহলে সবার আগে ওদের সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে হবে। ওরা সীমান্তে সন্ত্রাসও চালিয়ে যাবে, ক্রিকেটও হবে, এমনটা কখনও নয়। পাকিস্তান সীমান্তে সন্ত্রাস বন্ধ না করলে, ক্রিকেটের প্রশ্নই আসে না।