News71.com
 International
 27 Sep 16, 07:16 PM
 393           
 0
 27 Sep 16, 07:16 PM

একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিল করতে পারবে না ভারত : পাকিস্তান

একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিল করতে পারবে না ভারত : পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ ১৯৬০ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত হওয়া সিন্ধু চুক্তির উপর পাকিস্তানের চাষাবাদ অনেকখানি নির্ভরশীল। কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধুর জল নিয়ন্ত্রণ করার ইঙ্গিত দিয়েছেন। মোদি ঘোষণা দিয়েছেন, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।

মোদির এ ঘোষণার পরিপ্রেক্ষিতে পাকিস্তানও জানিয়ে দিয়েছে, ভারত চাইলেও একতরফাভাবে চুক্তি বাতিল করতে পারবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ বলেছেন, ভারত এ চুক্তি বাতিল করলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে পাকিস্তান।

বাঁধ তৈরির বিকল্প ব্যবস্থা না করে জল নিয়ন্ত্রণ করলে ভারতও বিপাকে পড়তে পারে। তাই এই চুক্তি বাতিল নিয়ে দ্বন্দ্ব রয়েছে খোদ ভারতেই। সেই ব্যাপারেই পর্যালোচনা করতে সম্প্রতি বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই তিনি চুক্তি বাতিলের বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। বস্তুত এই চুক্তি বাতিল হলে দুই দেশই সমস্যায় পড়বে। সিন্ধুর জল নিয়ে সেক্ষেত্রে বাধা দিতে পারে চীনও। তাই অনেক পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেবে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন