News71.com
 International
 28 Sep 16, 08:17 PM
 356           
 0
 28 Sep 16, 08:17 PM

কংগ্রেসকে ইঙ্গিত করে মমতা বললেন এতদিন মুর্শিদাবাদের কোন উন্নয়ন হয়নি ।।

কংগ্রেসকে ইঙ্গিত করে মমতা বললেন এতদিন মুর্শিদাবাদের কোন উন্নয়ন হয়নি ।।

কলকাতা সংবাদাতা : কংগ্রেসের হাত থেকে মুর্শিদাবাদ কার্যত ছিনিয়ে নেওয়ার পরে সভা করতে এসে জেলায় এত দিন কোনও কাজ না হওয়ার কথাই বারবার বলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা করতে এই নিয়ে দ্বিতীয় বার তাঁর বহরমপুরে আসা। রাজ্যে দ্বিতীয় দফায় জিতে আসার পরে এই প্রথম। মঙ্গলবার ওই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘এত দিন যা পাননি, তা সব পাবেন। এখানে এত দিন শুধু রাজনীতি হয়েছে, কাজ হয়নি।’’

জেলা পরিষদ এবং ছ’টি পুরসভার মধ্যে পাঁচটি হাতছাড়া হওয়ার পরে মুর্শিদাবাদে কংগ্রেসের শিরদাঁড়া কার্যত ভেঙে গিয়েছে। বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আনুগত্য ছেড়ে দল বদল করেছেন বেশ কিছু প্রভাবশালী নেতা। অধীরের নিজের শহর বেদখল হয়ে গিয়েছে।

অধীর এ দিন জেলায় ছিলেন না। মমতাও সরাসরি তাঁকে আক্রমণের পথে যাননি। বরং সংযত বক্তব্যে বারবার তুলে এনেছেন অনুন্নয়নের কথা। দুপুরে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের পরে বহরমপুর স্টেডিয়ামের জনসভায় তিনি বলেন, ‘‘রাজনীতি স্থিতিশীল হলেই উন্নয়ন গতিশীল হয়। রাজনীতি ফেল করলে উন্নয়নও ফেল করে।’’মমতার আক্ষেপ, স্বাধীনতার ৬৯ বছর পরেও এই জেলায় এসে শুনতে হয় নর্দমা নেই, স্কুল নেই, নদী ভাঙন প্রতিরোধ নেই, ভাল কমিউনিটি হল নেই। তিনি বলেন, ‘‘ফরাক্কা স্টেশনে যাওয়ার রাস্তার কী দশা! ওই রাস্তাটুকু ভাল করতে পারে না। কোনও কাজ পারে না। শুধু বড় বড় কথা বলে!’’

কংগ্রেসের নেতারা অবশ্য পাল্টা দাবি করছেন, তৃণমূল সরকার কোনও রকম সহায়তা না করাতেই জেলায় উন্নয়ন থমকে গিয়েছে। জেলার বরাদ্দ টাকা না দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। রাতে অধীর বলেন, ‘‘মুর্শিদাবাদকে এত দিন তিনি রাজ্যের মানচিত্রে ধরতেন না। এখন উন্নয়ন হয়নি বলে কুমির কান্না কাঁদছেন।’’

রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অনুমোদিত ৬০টি রাস্তা, রেলের উড়ালপুল ও আন্ডারপাসের ছাড়পত্র মেলেনি বলে দাবি অধীরের। তাঁর কটাক্ষ, ‘‘জেলা পরিষদ ৬০০ কোটি টাকার বাজেট পাশ করলেও সরকার তাতে অনুমোদন দেয়নি, উন্নয়ন হবে কী করে?’’

বৈঠকে মমতার সঙ্গেই ছিলেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ মুকুল রায়। স্বরাষ্ট্রসচিব মলয় দে, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ ৩৬টি বিভিন্ন দফতরের সচিবও হাজির ছিলেন। রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থও ছিলেন। বিভিন্ন প্রকল্পের গতিপ্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দাবি-দাওয়া শোনেন মমতা, বিডিও-দের কাছে রিপোর্টও চান।  পরে তিনি বলেন, ‘‘উন্নয়নের কর্মধারায় এই জেলাকে ঘুরিয়ে দাঁড় করাব।’’

কিন্তু পুলিশের কাজ নিয়ে তিনি  খুশি নন, তা মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট। বাংলাদেশ সীমান্ত দিয়ে যে ভাবে গরু পাচার হচ্ছে, জেলা জুড়ে নারী ও শিশু পাচারের যে খতিয়ান রয়েছে, তা নিয়ে মমতা বিরক্ত। যে কোনও মূল্যে পাচার বন্ধ করতে হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। এ ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যে তিনি উদ্বিগ্ন তাও গোপন করেননি পুলিশের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘এই জেলায় বোমা বাঁধা ক্ষুদ্র শিল্পের পর্যায়ে চলে গিয়েছে। ডোমকল থেকে জেলার বিভিন্ন প্রান্তে বোমা বাঁধা চলছে।’’ যে অফিসারেরা তিন বছরেরও বেশি জেলায় রয়েছেন, তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানোরও নির্দেশ দিয়ে গিয়েছেন মমতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন